মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকার দলীয়দের অবস্থান

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকার দলীয়দের অবস্থান

ঢাকা, ৫ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুরে অষ্টম দিনের মতো মিছিল বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে মিরপুর-২ নম্বর থেকে প্রায় তিনশ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান। এসময় ৬০-৭০টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পেছনে পেছনে যান। পরে গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের ঘেরাও করে তাদের মিরপুর-২ এর দিকে ফেরত পাঠানো হয়।

বর্তমানে শিক্ষার্থীরা মিরপুর সুইমিং পুল এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে আমাদের মিরপুর প্রতিনিধি জানান, বর্তমানে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের প্রায় তিনশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

এছাড়া রাস্তার দুই পাশে তাদের অবস্থান করতে দেখা গেছে।

ওই এলাকায় সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার এক এএসআই গণমাধ্যমকে বলেন, ছাত্রদের আজ রাস্তায় অবস্থান করতে দেয়া হবে না।

(জাস্ট নিউজ/এমআই/১৩৫৫ঘ.)