পরিবহন আইন পাসের উদ্যোগ ভাঁওতাবাজি: শাহদীন মালিক

পরিবহন আইন পাসের উদ্যোগ ভাঁওতাবাজি: শাহদীন মালিক

ঢাকা, ৭ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর খসড়া সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তবে, পরিবহন আইন পাসের এ উদ্যোগকে ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।

আইন অনুমোদনের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. শাহদীন মালিক বলেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন পাসের যে উদ্যোগ নিয়েছে, তা ভাঁওতাবাজি। কারণ, বিদ্যমান আইনগুলোতে ৪-৫ শতাংশ ভুলত্রুটি আছে, ৯৫ শতাংশই ঠিক আছে। সেগুলোর সঠিক বাস্তবায়ন হলেও দোষীকে শাস্তি দেওয়া সম্ভব।

(জাস্ট নিউজ/এমআই/০৯০৭ঘ.)