সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। আমি প্রশাসনকে বলেছি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ে ব্যবস্থা নিতে।

শনিবার কুমিল্লার বুড়িচং থানার সামনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন ও বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষ চালকের পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে, তবেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা আইন সংশোধন করা হয়েছে। সরকার সড়ক দুর্ঘটনারোধে ট্রাফিক ব্যবস্থার আরো উন্নতি করছে। ট্রাফিক বিভাগে আরো জনবল দেয়া হচ্ছে। চালকদের প্রশিক্ষণসহ ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কেউই ট্রাফিক আইন মানতে চায় না। সড়ক দুর্ঘটনা রোধে চালকের যেমন দক্ষতা প্রয়োজন, তেমনি জনগণেরও সচেতন হওয়া দরকার। সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভির সালেহীন ইমন-এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী, সিআইডির বিশেষ শাখার পুলিশ সুপার শহরিয়ার হোসেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হাসেম খান, কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, বুড়িচং উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আখলাক হায়দার।

(জাস্ট নিউজ/একে/২১৪৪ঘ.)