বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মির্জা আলমগীর

বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মির্জা আলমগীর

ঢাকা, ২৮ নভেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের গণতন্ত্রের প্রধান নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প হিসাবে বগুড়া-৬ আসনে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বগুড়া-৬ আসনের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এরপর তিনি নিজের আসন ঠাকুরগাঁও-১ এ গিয়ে মনোনয়ন ফরম জমা দেন। পরে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো এবং মির্জা আলমগীরের মায়ের জন্য মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে শরিক হন। দোয়া অনুষ্ঠান শেষে মির্জা আলমগীরের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বগুড়া-৬ ছাড়াও বেগম খালেদা জিয়ার পক্ষে আরো ২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আসনগুলো হচ্ছে বগুড়া-৭ ও ফেনী-১।

ফেনী-১ আসনে বিকল্প হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বগুড়া-৭ আসনে জেলার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(জাস্ট নিউজ/একে/১৬৪০ঘ.)