বাতিলদের জায়গায় ঐক্যফ্রন্টের নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত: ড. কামাল

বাতিলদের জায়গায় ঐক্যফ্রন্টের নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত: ড. কামাল

ঢাকা, ২৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘যেসব জায়গায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেসব জায়গাতে আবার নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া উচিত যাতে নির্বাচনে অংশ নিতে পারে।’ এ ছাড়া সেনাবাহিনী মোতায়েনের পরও হামলার ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।

সোমবার বিকালে রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সব সময় সেনাবাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারো আমরা আশা করব, সেনাবাহিনী জনগণের ভোটাধিকার রক্ষায় জনগণের পাশে দাঁড়াবে। সেনা মোতায়েনের পরও সারা দেশে হামলার ঘটনা অপ্রত্যাশিত।’

ড. কামাল হোসেন আরো বলেন, ‘জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তারা এখন পরিবর্তন চায়। আমরা সেটা পাব, যদি নির্বাচন ধ্বংস না হয়। এটা অতীতেও দেখেছি, জনগণ ঐক্যবদ্ধ হলে স্বৈরাচারীরা নির্বাচন ধ্বংস করার চেষ্টা করে। তবে এবার তারা পারবে না সেটি। হয়তো তারা একটু ক্ষতি করবে দেশের।’

জনগণের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘এই নির্বাচনে সবার ভোট দেওয়া উচিত। আমরা আশা করব, সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের রায় দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। কারণ জনগণ এ রাষ্ট্রের মালিক, এটা সংবিধানে আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা আলমগীর বলেন, ‘এরই মাঝে সরকার ও নির্বাচন কমিশন মিলে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে। এখনো আমাদের প্রার্থীদের ওপর হামলা করছে।’

(জাস্ট নিউজ/একে/২৩৩০ঘ.)