বনানীতে আগুন লাগার বিষয়ে যেনতেনভাবে তদন্ত করলে হবে না: ড. কামাল

বনানীতে আগুন লাগার বিষয়ে যেনতেনভাবে তদন্ত করলে হবে না: ড. কামাল

বিল্ডিং কোড মেনে সব ভবন তৈরি হয়েছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শুক্রবার সকাল ১০টার পরে বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ার দেখতে এসে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, বনানীতে আগুন লাগার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগুন লাগার বিষয়ে সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করবে বলে বিশ্বাস করি। তবে যেনতেনভাবে তদন্ত করলে হবে না।

ড. কামাল হোসেন আরো বলেন, বিভিন্ন দেশের আয়না দেখতে হবে। তারা বিভাবে বহুতল ভবন নির্মাণ করে। আগুন লাগলে মানুষ কিভাবে নিরাপদে বের হয়ে আসতে পারে পৃথিবীর সকল দেশেই আছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে কোনোভাবেই এধরের ঘটনা ঘটতো না যদি বের হওয়ার মতো পথ থাকতো।

এমআই