ভোটারবিহীন নির্বাচনের অবৈধ এমপি রাঙ্গার বক্তব্য বিচিত্র নয়: ড. কামাল

ভোটারবিহীন নির্বাচনের অবৈধ এমপি রাঙ্গার বক্তব্য বিচিত্র নয়: ড. কামাল

শহীদ নূর হোসেনকে নেশাখোর বলে কটাক্ষ করে মশিউর রহমান রাঙ্গার অশোভন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘স্বৈরাচারী এরশাদের অনুসারী ভোটারবিহীন নির্বাচনের বর্তমান অবৈধ সংসদ সদস্য রাঙ্গার কাছে শহীদ নূর হোসেনের ব্যাপারে এ ধরনের বক্তব্য বিচিত্র কোনও ব্যাপার নয়।’

বুধবার গণফোরামের দফতর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

রাঙ্গার ওই আপত্তিকর বক্তব্যের প্রতিক্রিয়ায় কামাল হোসেন আরও বলেন, ‘জনগণই ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে এ ধরনের স্বৈরাচারী আচরণ ও কর্মকাণ্ডের জবাব দেবে।’

প্রসঙ্গত, রবিবার বনানীতে জাপার চেয়ারম্যান কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’-এর এক আলোচনা সভায় রাঙ্গা বলেছিলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন? নূর হোসেনকে? কে নূর হোসেন? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেনসিডিলখোর।’ রাঙ্গার ওই বক্তব্যের পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যা এখনো চলছে।

এমজে/