নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে: বিএনপি

নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে: বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আরেকটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। আজ সেই নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে।’

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোশাররফ হোসেন বলেন, ‘তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে; তাই আলোচনা শুরু করেছে। গত তিনটি নির্বাচনে আমরা দেখেছি। এগুলো তামাশা। এই নির্বাচন কমিশন হয় রাবার স্ট্যাম্প।’

তার দাবি, ‘এখানে মূল সংকট বর্তমান সরকার। এই সরকারকে হটাতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তার আগে এসব নাটক করে কোনও লাভ হবে না।’

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ, দেশনেত্রী খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’

’৭১ সালে সেদিন খালেদা জিয়া দুই শিশুর হাত ধরে মুক্তিযুদ্ধে অংশে নিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে ক্যান্টনমেন্টের কারাগারে বন্দি ছিলেন ১৬ ডিসেম্বর পর্যন্ত। তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছেন। এখন তিনিই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন’, বলেন ফখরুল।

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আমিরুল ইসলাম আলিম।