বিচ্ছিন্ন রংপুর : যেভাবে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

বিচ্ছিন্ন রংপুর : যেভাবে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুরে শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। গতকাল থেকেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। অনেকে রাত কাটান সমাবেশের মাঠেই। আজ সকাল থেকেই আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। মাঠে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারাও। ইতিমধ্যেই ভরে গেছে ঈদগাহ মাঠ।

জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশের ১/২ দিন আগে থেকেই নেতাকর্মীরা রংপুর পৌঁছেছেন। শহরের অন্তত ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করে রাত্রি যাপন করেছেন তারা। তবে শনিবার সকাল থেকেই তারা সমাবেশস্থলে জড়ো হন। অনেকেই মঞ্চের চারপাশে অবস্থান নিয়েছেন।

এছাড়া নগরীর বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা।

গণপরিবহন বন্ধ থাকায় শনিবার সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হেঁটে সমাবেশস্থলে আসছেন।

বাস ধর্মঘট চললেও বিভাগের আট জেলা বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক-বাস ভাড়া করে এবং ট্রেনে রংপুরে এসে পৌঁছেছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।