পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার ইশরাক

পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার ইশরাক

রাজধানীর পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ইশরাক হোসেনের।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশ ঘিরে পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইশরাক। তিনি বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা লিফলেট বিতরণ করতে যাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের কর্মসূচি শেষ হয়। তখন গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইট-পাটকেল, রড, হকিস্টিক নিয়ে হামলা চালায়।’

হামলায় বিএনপির ছয়-সাতজন আহত হয়েছেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় বিএনপির নেতা-নেত্রীদের নাম ধরে গালি দেন হামলাকারীরা। এ ছাড়া তাঁদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ইশরাক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাশকতা করার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেছেন। তাঁর সঙ্গে থাকা কর্মীদের হামলায় ছাত্রলীগের ১০ জন আহত হন। শাখা ছাত্রলীগ তাঁদের ধাওয়া দিয়ে পুরান ঢাকা থেকে তাড়িয়ে দেয়।

এর আগে গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সে দিন বরিশালে যাওয়ার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।