চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মারামারি

চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে মারামারি

দীর্ঘ সাত বছর পর শুরু হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার সকালে ৯টার দিকে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন শুরু হওয়ার আগে নেতাকর্মীরা সম্মেলন স্থলে ঢুকতে শুরু করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে প্রবেশ ও চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সম্মেলনস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন মারাত্নকভাবে আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, সাত বছর পর আজ চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। এতে যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।