বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু, নেতাকর্মীদের ঢল

বিএনপির গণঅবস্থান  কর্মসূচি শুরু, নেতাকর্মীদের ঢল

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ হাজারও নেতাকর্মী। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

সকাল থেকেই নয়াপল্টন সড়কের উপর অবস্থান করছেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে প্রবেশ করছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে দলীয় সংগীত।

বিএনপির এই গণঅবস্থানের প্রধান অতিথি হিসেবে অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে কর্মসূচির সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত। সমাপনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের ৩য় ধাপের কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির পাশাপাশি সরকারবিরোধী অন্তত চারটি জোট আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় গণ-অবস্থান করছে। এর মধ্যে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বাম গণতান্ত্রিক ঐক্যজোট কাছাকাছি জায়গায় গণ-অবস্থান করবে।

১২-দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের পাশে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়-সংলগ্ন এলাকায়, অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এফসিডি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এবং মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম আরামবাগে ইডেন কমপ্লেক্স-সংলগ্ন সড়কে পৃথক গণ-অবস্থান করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এর আগে ৩০ ডিসেম্বর সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকায় বিএনপিসহ বিরোধী দলগুলো যুগপৎভাবে গণমিছিল করেছিল। তার আগে বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও ২৭ দফা প্রস্তাব তুলে ধরেছে।