গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসে চুরির অভিযোগ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অফিসে চুরির অভিযোগ

গণঅধিকার পরিষদের কার্যালয়ে চুরি, নতুন কেচিগেট ও তালা লাগানোর অভিযোগ করেছে দলটির একাংশের সভাপতি নুরুল হক নুরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২০ জুলাই) নুরের একাংশের পক্ষে নেতা আবু হানিফ জানান, আমরা ধারণা করছি রাতে কোনো এক সময় দরজার তালা ভেঙে ভিতরে থাকা সব ডকুমেন্টস নিয়ে গেছে। পরবর্তীতে দরজায় নতুন তালা ও দরজার সামনে নতুন করে কেচি গেট লাগিয়ে দিয়েছে যা সকালে আমাদের লোকজন কার্যালয়ে যাওয়ার পর দেখতে পায়। তখন আমাদের লোকজন ছিল। তাদের মারধর ও ফোন কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নূরুল হক নুর তার ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন। এর আগে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানা গেছে।

কয়েকদিন আগে কার্যালয়টি ছাড়ার জন্য নোটিশ করে ভবন মালিক পক্ষ। জানা গেছে, অফিস ফ্ল্যাটটির মালিক রেজা কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মিয়া মশিউজ্জামান।