ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জামায়াতের

ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি জামায়াতের

আগামীকাল ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে দুই মহানগরী ওয়ার্ড ও থানায় থানায় দফায় দফায় বৈঠকও করেছে দলটি। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে প্রচারপত্র বিলি করেছে এবং গঠন করা হয়েছে সমাবেশ বাস্তবায়নের উপকমিটি, সমন্বয় কমিটিসহ অন্যান্য প্রয়োজনীয় কমিটি।

মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিন দফা দাবি আদায়ে এই সমাবেশ ডেকেছে জামায়াত। এই দাবিগুলো হলো- তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগ।

গত ২৪শে জুলাই জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে। গত ২৮শে জুলাই সারাদেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।এরপরে গত ৩০শে জুলাই জেলা শহরগুলোকে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দলটি।

এই সমাবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে জামায়াত। দলটি বলছে, সমাবেশের অনুমতির কোন বিষয় নাই। আমরা প্রশাসনকে সমাবেশের বিষয়ে অবহিত করেছি।