খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আমির খসরুর

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আমির খসরুর

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখল প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এসময় তিনি সতর্ক করে বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ বসে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীতে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে।