যুব সমাবেশ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

যুব সমাবেশ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় ‘যুব সমাবেশ’ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে অংশ নিতে ইতিমধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগেই বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

যুবদলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে এসে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মাথায় বিভিন্ন রঙের টুপি। তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।