মেয়র তাপসের উদ্দেশে চুন্নু

বিপদে পড়লে হুজুর হুজুর, কাজ শেষ হলে...

বিপদে পড়লে হুজুর হুজুর, কাজ শেষ হলে...

আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ফজলে নুর তাপসের এক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাগলের বাচ্চাকে আপনাদের লাগে কেন? আমাদের কাছে আসেন কেন? বিপদে পড়লে হুজুর হুজুর, কাজ শেষ হলে শা*** পুত।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উপজেলা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে তিনি বলেন, আপনি বললেন আমরা নির্বাচন করলে একটা সিটও পাবো না। আমি বলবো আপনি নির্বাচন করে দেখেন কয়টা সিট পান।

চুন্নু বলেন, দেশে এত বছর হয়ে গেলো একটা নির্বাচনের গঠন আমরা করতে পারলাম না। এরশাদ সাহেবের দেখানো পথ ছাড়া নির্বাচন সম্ভব না। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আওয়ামী লীগ লুট করেছে। ব্যাংক লুট, দলীয়করণে ভরে ফেলেছে। এই দু'দলই দেশের জনগণের জন্য কাজ করেননি।

তিনি বলেন, আমরা কেন বিএনপির পথে যাবো। আমরা ৩০০ আসনে নির্বাচন করবো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।