নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকেই কিছু নেতা কর্মী জড়ো হয়েছেন অফিসের সামনে। বিকেলের দিকে ভিড় আরও বাড়তে শুরু করে। 

সন্ধ্যার পর বিএনপি অফিসের সামনে সরকার পতনের দাবিতে স্লোগান মুখর করে তুলতে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতা-কর্মীরা। পাশেই পুলিশের কড়া অবস্থান আর চোখ রাঙানি উপেক্ষা করে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। দাবি জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেই এই ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। বিকাল সাড়ে ৩টার দিকে এই কার্যক্রম শুরু করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের একজন কর্মীরা বলেছেন, পুরো সড়কে ৬০টি ক্যামেরা বসানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য মেলেনি।