জামায়াতের সমাবেশ শুরু, জনতার ঢল

জামায়াতের সমাবেশ শুরু, জনতার ঢল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় আরামবাগ মোড়ে লাখ-লাখ নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়।

এ সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

উপস্থাপনায় আছেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আরো উপস্থিত থাকবেন, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আ. হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা, শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, আ. জব্বার, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, আল্লামা সাঈদীর সন্তান শামীম সাঈদী, মাসুদ সাঈদী।