বিএনপি'র ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু

বিএনপি'র ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু

বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এ নিয়ে ৭ দফা অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধীরা।

এদিকে অবরোধের কারণে রাজধানীতে গণপরিবহন খুব কম চলাচল করছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা চলতে দেখা গেছে।

এদিকে শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার ‘ইলেকশন’ ভাঁওতাবাজির নামে ‘সিলেকশন’ করা হচ্ছে। তুমুল আন্দোলন-জনজোয়ারে এই নির্বাচনী নাটক ভন্ডুল হয়ে যাবে। জনগণ আগামী ৭ই জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদযাপন করবে বলে মনে করেন তিনি। এক দফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত বলেও উল্লেখ করেন তিনি।