বাংলাদেশে বিরোধীদলের ওপর সরকারের নিপীড়ন অব্যাহত: ঢাকায় বিএনপির ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশে বিরোধীদলের ওপর সরকারের নিপীড়ন অব্যাহত: ঢাকায় বিএনপির ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার

একতরফা নির্বাচন করার খায়েশে বাংলাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের নিপীড়ন অব্যাহত রয়েছে। সরকারের নির্দেশে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে শুক্রবার বেলা তিনটা পর্যন্ত প্রধান বিরোধীদল বিএনপির এই ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গতকাল ও আজ নেত্রকোনায় বিএনপির অঙ্গসংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির অন্তত ৯ হাজার ৮৫৫ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ১৫৬ জন।