হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জের শায়েস্তানগরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শায়েস্তানগরের পোলরোড এলাকায় এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, মানবাধিকার দিবসে দেশের অন্যান্য জেলার মতো হবিগঞ্জের শায়েস্তানগরে মানববন্ধন করছিলেন বিএনপির নেতাকর্মীরা। ওই সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ঘটে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়াও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

এতে মাইটিভি ও দেশটিভির সাংবাদিকসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ইতোমধ্যেই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ ও পল্টন মোড় এলাকা। রোববারের (১০ ডিসেম্বর) এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই দলে দলে আসছেন নেতাকর্মীরা।