সিন্ডিকেটনির্ভর সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ: জেএসডি

সিন্ডিকেটনির্ভর সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ: জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘সিন্ডিকেটনির্ভর সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ডামি সরকার হাঁকডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি।’

তিনি বলেন, ‘প্রতিবেশি রাষ্ট্র সীমান্তে আমাদের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করছে, অন্যদিকে মিয়ানমার সীমান্ত অরক্ষিত অথচ অবৈধ সরকার সে বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে শুধু তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতেই ব্যস্ত রয়েছে। জনবিচ্ছিন্ন সরকার রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের দুঃখ-দুর্দশা, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। এ সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ আরও গভীর থেকে গভীরতর হবে। এদের হাতে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের জীবন কোনোটাই নিরাপদ নয়।’

শনিবার বিকালে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে ‘ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস’ উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, খান মোহাম্মদ লোকমান হাকিম, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, অ্যাডভোকেট আনোয়ারুল হক মজুমদার প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ আল তারেক।

সভায় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ‘অবৈধ দখলদার সরকারকে পদত্যাগে বাধ্য করে রাষ্ট্রযন্ত্রের আমূল সংস্কারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।’

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এসএম আনোয়ার হোসেন বলেন, ‘ফরমায়েশি ইতিহাস লেখা হচ্ছে যা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে।’ ঐতিহাসিক ২ মার্চ পতাকা উত্তোলন দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।