মোমেনকে ব্লিঙ্কেনের ফোনঃ অর্থনৈতিক সহযোগিতা ও মানবাধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপ

মোমেনকে ব্লিঙ্কেনের ফোনঃ অর্থনৈতিক সহযোগিতা ও মানবাধিকার সুরক্ষার উপর গুরুত্বারোপ

মুশফিকুল ফজল আনসারী,জাতিসংঘ সংবাদদাতা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ফোনালাপের বিষয়ে স্টেট ডিপার্টমেন্টর পক্ষ থেকে মুখপাত্র নেড প্রাইস জাস্ট নিউজকে জানান, "ফোনালাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।"

"উভয়ে মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এবং ভাগ করা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মত হন।"