বিএনপি ‘সন্ত্রাসী সংগঠন,’ তত্ত্বাবধায়ক সরকার ‘অসাংবিধানিক’- সময় প্রতিনিধির এমন প্রশ্ন আমলে নেয়নি স্টেট ডিপার্টমেন্ট

বিএনপি ‘সন্ত্রাসী সংগঠন,’ তত্ত্বাবধায়ক সরকার ‘অসাংবিধানিক’- সময় প্রতিনিধির এমন প্রশ্ন আমলে নেয়নি স্টেট ডিপার্টমেন্ট

স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করতে গিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সকল বিরোধীদলের দাবিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন সরকারের মদদপুষ্ট সময় টিভির পরিচয়বহনকারী প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীর। শুধু তাই নয় সুষ্ঠু নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার দাবিতে বিরোধীদল বিএনপিসহ অন্যান্য দল যে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি পালন করেছে সেটিকে সন্ত্রাসী কর্মকান্ড হিসাবে বর্ণনা করে ওই ব্যক্তি। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর ফলোআপ প্রশ্ন হিসাবে সোমবার ব্রিফ্রিংয়ে প্রশ্ন করার সুযোগ নেন তিনি। 

আর দ্বিতীয় প্রশ্নে ক্ষমতাসীন দলের এই প্রতিনিধি দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আরও একদফা ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কানাডার কোনো এক এস্যাইলাম আবেদন বাতিলের প্রসঙ্গ টেনে স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া জানতে চান।

তার দুটি প্রশ্নের কোনোটিরই উত্তর দেননি স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

এনআর/