ঢাকায় সহিংসতা এবং প্রাণহানিতে গুতেরেসের উদ্বেগ

অতিরিক্ত বলপ্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জাতিসংঘের

অতিরিক্ত বলপ্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জাতিসংঘের

মুশফিকুল ফজল আনসারী, জাতিসংঘ সংবাদদাতা

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিসংতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের  পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শুনান মুখপাত্র স্টিফেন ডোজারিক।

ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয় জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হবার ঘটনায় জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং  অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র।

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "২৮ অক্টোবর প্রধান বিরোধীদল বিএনপির সমাবেশ পন্ড করতে পুলিশ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে সহিংসতা চালিয়েছে সে প্রেক্ষাপটে বাংলাদেশ ইস্যুতে আপনার বিবৃতির জন্য ধন্যবাদ জানাচ্ছি স্টিফেন। পুলিশ এখনো দলটির শীর্ষ নেতাদের গ্রেফতার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপি মহাসচিবসহ  শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করছে তখন আপনি কীভাবে বিশ্বাস করেন যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে?"

জবাবে ডোজারিক বলেন, "সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেনো তাদের অধিকার চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা পায়, সে অধিকারের বিষয়টিতে সম্মান  প্রদর্শন করতে হবে।"

এফএইচ/