দুর্দান্ত তামিম-সাকিবে বাংলাদেশের সেঞ্চুরি

দুর্দান্ত তামিম-সাকিবে বাংলাদেশের সেঞ্চুরি

ক্যারিবীয়দের দেওয়া টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল শুরুটা করেছিলেন ধীরগতিতে। রানের চেয়ে বলের সংখ্যা ছিল দিগুণ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রান-বল সমান করে ফেলেন তামিম। সাকিব নেমেই খেলতে থাকেন বাহারি শর্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে এক উইকেট হারিয়ে ১০০ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ৪৫ ও সাকিব আল হাসান ২১ রান নিয়ে।

দারুণ খেলে ফিরলেন সৌম্য
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বিশাল লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচণা করে বাংলাদেশ। সৌম্য সরকার ঝোড়ো খেলার আভাস দিয়ে ফিরে যান রাসেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে। আউট হওয়ার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান।

বাংলাদেশের লক্ষ্য ৩২২
এর আগে ওয়েস্ট ইন্ডিজ টস হেরে আগে ব্যাট করে ৩২২ রানের বিশাল লক্ষ্য দেয় বাংলাদেশকে। শাই হোপ সর্বোচ্চ ৯৬ রান করে আউট হন। টাইগারদের হয়ে মোস্তাফিজ ও সাইফউদ্দিন তিনটি করে উইকেট নেন।

এমআই