ইতিহাসের এ দিনে : ২২ মার্চ

ইতিহাসের এ দিনে : ২২ মার্চ

১৪২১ সালের এ দিনে আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজরা পরাজিত হয়।
১৭৩৯ সালের এ দিনে নাদির শাহ্ ভারতের দিলি্ল দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
১৭৯৩ সালের এ দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮২৪ সালের এ দিনে লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ সালের এ দিনে বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস করা হয়।
১৮৮৮ সালের এ দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৮৯৮ সালের এ দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়।
১৯০৪ সালের এ দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯৪২ সালের এ দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ সালের এ দিনে কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত হয়।
১৯৪৬ সালের এ দিনে জর্দান স্বাধীনতা লাভ করে।
১৯৪৭ সালের এ দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
১৯৮২ সালের এ দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
১৯৮৫ সালের এ দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
২০১২ সালের এ দিনে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয় বাংলাদেশ।
(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৫ঘ.)