ইতিহাসের এ দিনে, ৪ মে

ইতিহাসের এ দিনে, ৪ মে

আজ আর্ন্তজাতিক অগ্নি নির্বাপণকারী দিবস।
১৫০২ সালের এ দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমূদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিস্কার করেন।
১৬২৬ সালের এ দিনে ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত।
১৮০০ সালের এ দিনে কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮০৭ সালের এ দিনে ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৬ সালের এ দিনে শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়।
১৯০৪ সালে এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।
১৯১৯ সালের এ দিনে চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণ আন্দোলনের সূচনা হয়।
১৯৪৫ সালের এ দিনে জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
১৯৫৮ সালের এ দিনে লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি শ্যামৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৭৯ সালের এ দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৮২ সালের এ দিনে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়।
১৯৯৪ সালের এ দিনে গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯০৭ঘ.)