ইতিহাসের এ দিনে : ১০ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ১০ সেপ্টেম্বর

১৫০৯ সালের এ দিনে দি লেসার জাজমেন্ট ডে নামের ভয়াবহ ভূমিকম্প তৎকালীন কন্টান্টিনোপলে আঘাত করে।
১৭৯৪ সালের এ দিনে কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।
১৮২৩ সালের এ দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।
১৯১৯ সালের এ দিনে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী দুই পক্ষ অষ্ট্রিয়া ও হাঙ্গেরীর মধ্যে ‘সান জারমান’ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২১ সালের এ দিনে জার্মানিতে প্রথম মোটরপথ সম্পূর্ণ হয়।
১৯৩৯ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের জোটে যোগ দেয়।
১৯৫৪ সালের এ দিনে আলজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রচণ্ড ভূমিকম্প হয়।
১৯৬৭ সালের এ দিনে জিব্রাল্টারের জনগন স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।
১৯৭৪ সালের এ দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি বিসাউ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ সালের এ দিনে যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৩ সালের এ দিনে দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়।
২০০২ সালের এ দিনে সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য রাষ্ট্র হয়।
২০০৮ সালের এ দিনে বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কোলাইডার চালু করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২৭ঘ.)