আসছে নতুন আইপ্যাড

আসছে নতুন আইপ্যাড

ঢাকা, ২০ অক্টোবর (জাস্ট নিউজ) : অ্যাপলের নতুন পণ্য মানেই চমক। ৩০ অক্টোবর নতুন পণ্য বাজারে ছাড়া উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ অনুষ্ঠানে কী ঘোষণা আসতে পারে, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে।

এ অনুষ্ঠানে কোন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা আসবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে অ্যাপলের নতুন পণ্য ঘিরে প্রযুক্তি বিশ্বে সব সময় গুঞ্জন থাকে।

ধারণা করা হচ্ছে, ৩০ অক্টোবর নিউইয়র্কের অনুষ্ঠানে অ্যাপল তাদের নতুন আইপ্যাড ও নতুন ম্যাকবুকের ঘোষণা দিতে পারে। এর মধ্যে অ্যাপল তাদের অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ওই আমন্ত্রণপত্রে নীল রঙের স্কাইস্ক্রেপার দিয়ে কোম্পানির লোগো তৈরি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ অক্টোবরের অনুষ্ঠানে ফেস আইডি যুক্ত নতুন আইপ্যাডের ঘোষণা আসবে। এর আগে গত বছর বাজারে আসা আইফোন এক্সে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করেছিল অ্যাপল। এ ছাড়া থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে। নতুন আইপ্যাডে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট।

অনুষ্ঠানে ম্যাকবুক এয়ার ল্যাপটপের ঘোষণা দিতে পারে অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ারে রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।

(জাস্ট নিউজ/এমজে/১০১০ঘ.)