ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত

নেপালের পার্লামেন্টে শোকপ্রস্তাব অনুমোদন

নেপালের পার্লামেন্টে শোকপ্রস্তাব অনুমোদন

ঢাকা, ১৭ মার্চ (জাস্ট নিউজ) : ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার চারদিন পরে নেপালের প্রতিনিধি পরিষদে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। নিহতদের স্মরণে এই শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারা।

সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করে প্রতিনিধি পরিষদ। সেখানে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাজেডিতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত সোমবার বিকালে ওই বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশী, ২২ জন নেপালি, একজন চীনা নাগরিক নিহত হন।

শোক প্রস্তাবকে অনুমোদন করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্টে ভাষণ রাখেন। এ সময় তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি দেশের এই আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তার মান বৃদ্ধিতে তার প্রতিশ্রুতির কথা বলেন।

জাস্ট নিউজ/এমআই/১৫৫৩ঘ.)