ফ্রান্সে সুপারমার্কেটে জিম্মি সংকট, নিহত ৩

ফ্রান্সে সুপারমার্কেটে জিম্মি সংকট, নিহত ৩

ঢাকা, ২৩ মার্চ (জাস্ট নিউজ) : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের এক সুপারমার্কেটে বন্দুকধারীর হামলার পর জিম্মি সংকট সৃষ্টির খবর পাওয়া গেছে।

নিরাপত্তা বাহিনীর বরাতে সেখানে অন্তত ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে থ্রেব শহরের 'সুপার ইউ শপ' নামের ওই সুপার মার্কেটে বেশ ক'জনকে জিম্মি করেন একজন বন্দুকধারী। পুলিশ ওই মার্কেটটি ঘিরে রেখেছে।

প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে ও 'সিরিয়ায় হামলার প্রতিশোধ' বলে স্লোগান দিচ্ছে।

থ্রেব শহরের মেয়র এরিস মেনাসি বলেন, হামলাকারী সেখানে কয়েকজন পুলিশ সদস্যের দিকে গুলি ছুড়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে প্যারিসের এক সুপারমার্কেটে জঙ্গি হামলায় চারজন নিহত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৬ঘ.)