পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা, ২৫ জুলাই (জাস্ট নিউজ) : পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার পাকিস্তানের স্থানীয় সময় ৬টায় এই ভোটগ্রহণ শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে ভোট গণনার কাজ।

পাকিস্তান টুডের খবরে বলা হয়, নওয়াজ শরীফের (একাংশ) পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় আরো এক ঘণ্টা বৃদ্ধির অনুরোধ করলে দেশটির নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করে।

এর আগে এক জরুরি বৈঠকে নওয়াজ শরীফের (একাংশ) পাকিস্তান মুসলিম লীগ দলটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণের সময়সীমা বৃদ্ধি করতে অনুরোধ করেন।

বুধবার সকাল ৮টা থেকে দেশটির জাতীয় পরিষদের ২৭২ আসনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ভোট দিচ্ছেন ১০ কোটির বেশি ভোটার। দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও তিনবারের প্রধানমন্ত্রী কারাবন্দি নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবার ২৩ শতাংশ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাঞ্জাবের খুহাব এলাকার একটি গ্রামের নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন ঘাক কল্যাণ গ্রামের নারীরা। ইতিহাস গড়েছেন খাইবার পাখতুনখোওয়া প্রদেশের আপার দিরের নারী ভোটাররা। তারাও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০২২ঘ.)