মিয়ানমার জেনারেলের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

মিয়ানমার জেনারেলের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর এক জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র মেজর জেনারেল মং মং সোইকে কালো তালিকাভুক্ত করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যে সামরিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন মং মং। তিনি বেসামরিক রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। গত মাসে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও প্রতিরক্ষা বিভাগ এর কারণ উল্লেখ করেননি। গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সঙ্গে পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে সম্পর্ক উন্নয়ন শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।

(জাস্ট নিউজ/জেআর/১৩০০ঘ.)