ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৫ জনে

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৫ জনে

ঢাকা, ৮ আগস্ট (জাস্ট নিউজ) : ইন্দোনেশিয়ার লমবক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়। খবর সিএনএনের।

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা 'অন্তারা' জানায়, ভূমিকম্পে দেশটির উত্তরের দ্বীপ কয়াঙ্গনে সবচেয়ে বেশী লোক মারা গেছে।

সংবাদ সংস্থাটি আরো জানায়, গত রবিবারের এ ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার লোক গুরুতর আহত হয়েছে। বাড়িহারা হয়েছে কমপক্ষে দেড় লাখের মত মানুষ।

দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানায়, ২০১০ সালের হিসেব অনুযায়ী জনপ্রিয় লমবক দ্বীপে কমপক্ষে ২ লাখ লোক বসবাস করে। শক্তিশালী ভূমিকম্পে দ্বীপটির ৮০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ব্যক্তি সিএনএনকে বলেন, আমরা দ্বীপের সব জায়গায় যেতে পারছি না। এখনো অনেক জায়গা ধসে পড়ছে।

উল্লেখ্য, গত রবিবার ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লমবকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৯।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৫৭ঘ.)