তুরস্কে যুক্তরাষ্ট্র দূতাবাসে গুলি

তুরস্কে যুক্তরাষ্ট্র দূতাবাসে গুলি

 

ঢাকা, ২০ আগস্ট (জাস্ট নিউজ) : তুরস্কের রাজধানীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের ছোড়া গুলি দূতাবাসের নিরাপত্তা কেবিনের জানালায় আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয় নি। সোমবার ভোরে রাজধানী আঙ্কারায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা একটি গাড়ি থেকে দূতাবাস লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে ৪/৫ টি গুলির শব্দ পাওয়া যায়।

পরে দ্রুততার সঙ্গে গাড়িটি পালিয়ে যায়। হামলাকারীরা সাদা রঙের একটি গাড়ি ব্যবহার করে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটলো। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানান, ভোর পাঁচটার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা নিহত হয়নি। ইদুল আযহা উপলক্ষ্যে দূতাবাস এ সপ্তাহে বন্ধ থাকার কথা রয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।

(জাস্ট নিউজ/জেআর/১৭১৫ঘ.)