নাফ নদী থেকে হাত-মুখ বাঁধা দুটি মৃতদেহ উদ্ধার

নাফ নদী থেকে হাত-মুখ বাঁধা দুটি মৃতদেহ উদ্ধার

কক্সবাজার, ৪ অক্টোবর (জাস্ট নিউজ) : কক্সবাজারের টেকনাফের জালিয়ারদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন জালিয়াদ্বীপের কাঠের জেটির পাশের নাফ নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মৃতদেহগুলো ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গামছা দিয়ে হাত-মুখ বাঁধা অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারাণা করছে, মৃতদেহ দুটি রোহিঙ্গা যুবক হতে পারে।

এদিকে, গত কয়েকদিন আগে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার স্থানীয় মোহাম্মদ রুবেল (২০) ও আবু ছিদ্দিক ওরফে পুতইনা (২২) নামে দুই যুবক নিখোঁজের খবর পেয়েছে পুলিশ। মৃতদেহ দুটি তাদের কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার (ওসি-তদন্ত) এবিএম এস দোহা বলেন, জালিয়াদ্বীপ সংলগ্ন ‘নাফনদী তীর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে মৃতদেহ দুইটি রোহিঙ্গা যুবক হতে পারে। তবে সেটা এখন পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা না মিললেও মুখ বিকৃত রয়েছে। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২২ বছর। মৃতদেহ দুটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।’

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।

(জাস্ট নিউজ/একে/১৫৪৫ঘ.)