মিয়ানমার ফেরত যাচ্ছে ৮০০০ রোহিঙ্গা: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার ফেরত যাচ্ছে ৮০০০ রোহিঙ্গা: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২০ অক্টোবর (জাস্ট নিউজ) : প্রথম দফায় শীঘ্রই ৮০০০ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের গ্রামে ফিরতে পারবে।

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ১২তম এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) রাখা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি এ বিষয়ে আশা প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, মিয়ানমার জোরপূর্বক রোহিঙ্গাদের উচ্ছেদ করেছে। এছাড়াও তিনি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেকার এই জটিল ইস্যুতে পাশে থাকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে আসেম সম্মেলনের মাঝে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসের সঙ্গে সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গাদের জন্য শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য তিনি বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।

(জাস্ট নিউজ/এমআই/২০৪০ঘ.)