ইসিতে ডিএমপি কমিশনার

ইসিতে ডিএমপি কমিশনার

ঢাকা, ৩ নভেম্বর (জাস্ট নিউজ) : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর নিরাপত্তা বিষয়াদি নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি)।

শনিবার সকালে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসে। এরপর প্রায় এক ঘণ্টা বৈঠক করে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, ‘ডিএমপি কনিশনারসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল এসেছিল কমিশনে। সিইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় ঘণ্টাখানেক কথা বলেছেন তারা। সে সময় তফসিল পরবর্তী সময়ে মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন।’

বৈঠক শেষে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার কাছে ইসিতে আসার কারণ জানতে চাইলে সাংবাদিকদের বলেন, ‘সচিব স্যার এ বিষয়ে কথা বলবেন।’

এর আগে তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব সরকার গণমাধ্যমকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি হয়তো ডিএমপিকে নির্দেশনা দিতে পারেন।’

(জাস্ট নিউজ/এমজে/১৪২০ঘ.)