খালেদা জিয়ার ভোটে প্রার্থী হওয়ায় বাধা নেই: আইনজীবী

খালেদা জিয়ার ভোটে প্রার্থী হওয়ায় বাধা নেই: আইনজীবী

ঢাকা, ১৯ নভেম্বর (জাস্ট নিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত বছরের দণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল আবেদন করা হয়েছে। আবেদনে তিনি জামিনও চেয়েছেন। এতে করে নির্বাচন করতে তার আর কোনো বাধা নেই বলে দাবি করেছেন তার আইনজীবী।

সোমবার বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘আপিল করায় নিম্ন আদালতের রায় স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে গেছে। এখন এ মামলার কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।’

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আবেদনটি সাতশ পৃষ্ঠারও বেশি বলে জানান এই আইনজীবী।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড বেড়ে ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।

(জাস্ট নিউজ/এমজে/১৮৪৪ঘ.)