মাদারীপুরে বিএনপি প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৫

মাদারীপুরে বিএনপি প্রার্থীর কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৫

মাদারীপুর, ১৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মাদারীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের নির্বাচনী অফিস ভাঙচুর চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। তাদের বাধা দিলে হামলায় কমপক্ষে ৫ বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন।

রবিবার রাত ৯টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার মামুন অভিযোগ করে বলেন, বিএনপির সাহেবরামপুর ইউপি নির্বাচনী অফিসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তাদের বাধা দিলে বিএনপির কর্মী মো. জহির, সুজন ও সফিকসহ কমপক্ষে ৫ জন আহত হন।

আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।

এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একের পর এক মহড়া দিচ্ছে তারা। বিষয়টি নিয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

অপরদিকে সোমবার সকালে হামলায় আহত বিএনপি কর্মীদের হাসপাতালে দেখতে যান আনিসুর রহমান খোকন তালুকদার।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার বলেন, আমি এ বিষয় কিছু বলতে পারব না। কারণ আমি কিছুই জানি না।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জয় কুমার বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখব।

প্রসঙ্গত, এ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় আ’লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

(জাস্ট নিউজ/এমআই/১৫২৬ঘ.)