জার্মানির হার থেকে ব্রাজিলকে শিক্ষা নিতে বললেন কাসিমিরো

জার্মানির হার থেকে ব্রাজিলকে শিক্ষা নিতে বললেন কাসিমিরো

ঢাকা, ২ জুলাই (জাস্ট নিউজ) : বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যা চোখ খুলে দিয়েছে ব্রাজিলের মিডফিল্ডার কাসিমিরোর। জার্মানির হার থেকে শিক্ষা নিতে বলছেন রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের স্তম্ভ।

এ বারের বিশ্বকাপে গ্রপ ‘এফ’-এর চতুর্থ দল হিসেবে শেষ করেছে জার্মানি। মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে।

যা দেখে কাসিমিরো বলেছেন, জার্সির রং দিয়ে যে বিশ্বকাপ জেতা যায় না, তা জার্মানি দেখিয়ে দিয়েছে। ওদের দলে সবাই ভালো ফুটবলার। বিশ্বকাপের সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে। তবুও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে ওদের।

নিজের বক্তব্যের মাধ্যমে কোথাও যেন নিজের দলকে সতর্ক করতে চাইছেন কাসিমিরো।

তিনি বলেন, ব্রাজিল দলের প্রত্যেকে একে অপরকে সম্মান করে। দলে শান্তির কোনও অভাব নেই। প্রতিভা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। প্রত্যেকেই বড় ক্লাবে খেলে। তাই চাপ নেয়ার ক্ষমতা প্রত্যেকের মধ্যেই রয়েছে।

মেক্সিকোর বিরুদ্ধে এ বার কোনও ভুল করলে চলবে না বলে জানান তিনি।

তিতের দলের নিয়মিত সদস্য কাসিমিরো জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে তার স্বপ্নপূরণ হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১১১১ঘ.)