রায়ের পরপরই দেশে-বিদেশে ব্যাপক বিক্ষোভ

রায়ের পরপরই দেশে-বিদেশে ব্যাপক বিক্ষোভ

ঢাকা, ১১ অক্টোবর (জাস্ট নিউজ) : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত রায়কে ফরমায়েশি আখ্যায়িত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রায় ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর বাংলামটর এলাকায়। বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট. তারেক উজ জামান, আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, আবদুল ওয়াহাব, ইখতিয়ার রহমান কবির, মনিরা আক্তার রিক্তা, আশরাফ বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, মিজানুর রহমান সোহাগ, আবুল হাসান, নুরুল হুদা বাবু, মফিজুর রহমান আশিক, ফয়েজ উল্লাহ ফয়েজ, মামুন হোসেন ভূঁইয়া, সামছুল আলম রানা, কাজী মোখতার হোসেন, মাহফুজুর রহমান, শওকত আরা উর্মি, বিএম নাজিম মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার পর রাজধানীর বসুন্ধরা সিটির সামনে তাৎক্ষণিক মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের মামলায় যাবজ্জীবন সাজার রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।

বুধবার রায় ঘোষণার পর বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এমপি সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর, জোনাল কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ বৃটিশ বাংলাদেশী কমিউনিটির নেতারা বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে রায়ের নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া ঘোষিত রায়কে প্রহসনের রায় আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। রায় ঘোষণার পরপরই তারা লন্ডনে বৃটিশ প্রধান মন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ করে।

গ্রেনেড হামলার রায় ঘোষণার পরপরই এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় গ্রেনেড হামলা মামলার রায়কে প্রহসনের রায় উল্লেখ করে নেতারা বলেন, এই রায় ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। তারা অবিলম্বে তারেক জিয়াকে গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ারও নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

বিক্ষোভে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভুইয়া মিল্টন, কাজী সাখাওয়াত হোসেন আজম, মাকসুদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, সৈয়দ আকিকুর রহমান ফারুক, মার্শাল মুরাদ, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান প্রমুখ।

রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, সাধারণ সম্পাদক মনজুর আলম ও সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল, হবিগঞ্জ জেলা ছাত্রদল, কুমিল্লা জেলা ও মহানগর যুবদল, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদল ও যুবদল বিক্ষোভ মিছিল করে।

রায় প্রত্যাখ্যান করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এক যৌথবিবৃতিতে বলেন, ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ফরমায়েসী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদেরকে বিভিন্ন দন্ডে দন্ডিত করা হলো। দেশবাসীর মতো আমরাও এই ফরমায়েসী রায় প্রত্যাখান করছি। বর্তমান স্বেচ্ছাচারী সরকারের সকল অপকর্ম ও মানবতাবিরোধী কর্মকান্ড রুখে দিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

এছাড়া রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ, রাজশাহী মহানগর, ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর ও জেলা, কুমিল্লা মহানগর ও দক্ষিণ, রংপুর, চাঁদপুর, গাজীপুর, জামালপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, যশোর, সৈয়দপুর, মাদারীপুর, মেহেরপুর, ঢাকা, ফরিদপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, খাগড়াছড়ি জেলা শাখা। মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সৈয়দপুর জেলা আবু সরকারসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবৃতিতে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করা হয়।

এছাড়া ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব-পশ্চিম, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা জেলা, নরসিংদী, নারায়নগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা ও মহানগর, রাজবাড়ী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, বান্দরবান, ব্রাহ্মনবাড়িয়া, ময়মনসিংহ উত্তর, মৌলভীবাজার, যশোর জেলা ও মহানগর, পাবনা জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর, কুমিল্লা উত্তর-দক্ষিণ, কুমিল্লা মহানগর, সিলেট জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, গাইবান্ধা, নওগাঁ, নড়াইল, সৈয়দপুর, সুনামগঞ্জসহ বেশিরভাগ জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা মিছিল করে। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে মতলব থানা বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। অন্যদিকে সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে নেত্রকোনার পূর্বধলা বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

(জাস্ট নিউজ/একে/০৯৩৪ঘ.)