খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে ৫ নেতা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে ৫ নেতা

ঢাকা, ১২ নভেম্বর (জাস্ট নিউজ) : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে গেছেন বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা।

সোমবার বিকাল ৩টার দিকে তারা কারাগারে ভেতরে ঢোকেন।

বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারান্তরীন আছেন। দুর্নীতির দুটি মামলায় বেগম খালেদা জিয়াকে আদালত ১৭ বছর জেল দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজই প্রথমবারের মতো দলটির নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেলেন।

(জাস্ট নিউজ/এমজে/১৫৫৫ঘ.)