এক মাছে কেটে যাবে জেলে পরিবারের এক মাস

এক মাছে কেটে যাবে জেলে পরিবারের এক মাস

ঢাকা, ২১ মে (জাস্ট নিউজ) : বাড়ির পাশে নদীতে মলা, পুঁটি, টাকি মাছের জন্য শনিবার জাল ফেলেছিলেন জালাল আহমেদ। কিন্তু তার জালে ধরা পড়ল ৪ ফুট লম্বা এক বিশাল রাঘব চিতল। রাত আটটায় বড়লেখা উপজেলার হলদিরপার বাজারে চিতল মাছটি সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। স্ত্রী, সন্তান নিয়ে ভাল-মন্দ খেয়ে পুরো রমজান মাস পার করতে পারবেন বলে জানালেন জালাল।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনাই নদীতে। দরিদ্র জেলে জালাল আহমেদ ওই উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের খতিব আলির পুত্র।

জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত পাহাড়ী নদী সুনাই। অগভীর নদীটি ভারত থেকে বহমান। এর কিছু শাখা নদী হাকালুকি হাওরে পতিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা হয়ে অনেক বড় বড় মাছও এ নদী দিয়ে উজানে চষে বেড়ায়। এসময় অনেক জেলের জালে এসব মাছ ধরা পড়ে।

(জাস্ট নিউজ/এমআই/১১৪৫ঘ.)