জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের অবস্থান স্পষ্ট : মুখপাত্র ডোজারিক

অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের অবস্থান স্পষ্ট : মুখপাত্র ডোজারিক

জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্ক থেকে মুশফিকুল ফজল, ১৬ মে (জাস্ট নিউজ) : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতিসংঘের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে উল্লেখ করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফান ডোজারিক।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জাতিসংঘ শুরু থেকেই আহ্বান জানিয়ে আসছে। সাবেক মহাসচিব বান কি মুন এ বিষয়ে পদক্ষেপ নিয়ে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে দায়িত্ব দিয়েছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিগত নির্বাচনে এর কোনো প্রতিফলন ঘটেনি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য বর্তমান মহাসচিব কি ধরনের প্রদক্ষেপ নিয়েছেন? জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এর বাইরে এ মুহূর্তে কিছু বলার নেই।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/০০২৭ঘ.)