৩৯তম বিসিএসের ফল প্রকাশ

৩৯তম বিসিএসের ফল প্রকাশ

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ৩৯তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ক্যাডারের এই বিসিএসের ঘোষিত ফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। এর আগে পিএসসির বিশেষ সভায় এই ফল অনুমোদন করা হয়। বিশেষ এই বিসিএসের ফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

এছাড়া যে কোনো মোবাইল থেকে PSC39Registration Number লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। পিএসসি সূত্র জানায়, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গত ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।

(জাস্ট নিউজ/একে/১৯৩০ঘ.)