নবজাতকের পায়খানা- প্রস্রাব কতবার হওয়া স্বাভাবিক?

নবজাতকের পায়খানা- প্রস্রাব কতবার হওয়া স্বাভাবিক?

ঢাকা, ৭ জুলাই (জাস্ট নিউজ) : নবজাতক প্রস্রাব ও পায়খানা বারবার করে। অনেক নতুন বাবা-মা বিষয়টি অস্বাভাবিক মনে করেন। কিন্তু এটি কি আসলেই অস্বাভাবিক? তাহলে প্রশ্ন আসতেই পারে, নবজাতকের পায়খানা-প্রস্রাব কতবার হওয়া স্বাভাবিক?

বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৫৬তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ইসরাত জাহান লাকী। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউনেটলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন : বাচ্চা জন্মের পর প্রস্রাব-পায়খানা কতবার হলে স্বাভাবিক? কীভাবে আমরা বুঝব?

উত্তর : একটা বাচ্চা যদি ২৪ ঘণ্টায় ছয়বার প্রস্রাব করে বুঝতে হবে, সে দুধ পর্যাপ্ত পাচ্ছে। এটা ঠিক আছে। আর যে বাচ্চাটি বুকের দুধ খায়, সে বারবারই পায়খানা করতে পারে। ১০ থেকে ১৫ বারও করতে পারে। সে ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

(জাস্ট নিউজ/এমআই/১৪৪০ঘ.)