ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে জন নিরাপত্তায় সেনা তল্লাসি

চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ভোটের মাত্র আর এক দিন। এই একাদশ জাতীয় নির্বাচন নিয়ে অন্ত নেই নানা উৎসাহ উদ্দীপনা ও উত্তেজনা। প্রার্থীদের প্রচার প্রচারনার শেষে এখন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতার অন্ত নেই। পুলিশ, বিজিবি, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও সাধারন জনগনের নিরাপত্তা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে তল্লাসি করছে।

মীরসরাইয়ে নির্বাচনী দায়িত্বরত সেনা ক্যাম্প প্রধান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর ব্যাটালিয়ান কমান্ডার কর্নেল শরীফ বলেন- এখানে নির্বাচনী পরিবেশ বেশ সুষ্ঠুই দেখতে পাচ্ছি। তবুও নিশ্ছিদ্র নিরাপত্তায় আমাদের নিয়মিত টহল সহ বিভিন্ন স্থানে তল্লাসি কার্যক্রম ও রয়েছে।

শুক্রবার বিকালে মীরসরাইয়ের মস্তাননগর - জোরারগঞ্জ পুরাতন সড়কের বাইপাস মুখে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনগুলোকে তল্লাসি করছিল সেনাবাহিনী দল। এসময় দায়িত্বরত পেট্রোল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল খালেক বলেন- নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়া পর্যন্ত প্রতিদিন আমাদের এই নিরাপত্তা তল্লাসি যে কোনো সময় যে কোনো স্থানে হতে পারে।

(জাস্ট নিউজ/একে/১৯১৮ঘ.)